পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর আহ্বানে মাসব্যাপী চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগঠক ও সাবেক ছাত্রনেতা দিদারুল আলম দিদার রোজাদারদের মাঝে রান্না করা ইফতার বিতরণ করছেন।
রোববার (২৪ এপ্রিল) চট্টগ্রাম নগরীর চকবাজার ফুলতলা মোড়ে তিনশতাধিক রোজাদারদের ইফতার বিতরণ কমসূচিতে উপস্থিত ছিলেন বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাসুদ করিম টিটু, সাবেক ছাত্রনেতা আবু সুফিয়ান, মহানগর ছাত্রলীগের সহসভাপতি মিথুন মল্লিক, যুবলীগ নেতা মো রাসেল, আদনান, যুবলীগ নেতা অভিজিৎ দে ঝুমুর, রিয়াজউদদিন, মহানগর ছাত্রলীগ নেতা রাশেদ চৌধুরী, প্রমুখ।
এসময় দিদারুল আলম দিদার বলেন, দেশের চলমান উন্নয়ন অগ্রগতির ধারাকে এগিয়ে নিতে হলে এই আওয়ামী সরকারের বিকল্প নেই। তাই মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগের প্রত্যেক সদস্যকে একসাথে কাজ করতে হবে।