1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক মুজাহিদ শেখ গুরুতর আহত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১১:৫০ অপরাহ্ন

মাগুরার শ্রীপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক মুজাহিদ শেখ গুরুতর আহত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ১৮৪ বার

মাগুরার শ্রীপুরে দিনদুপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক মুজাহিদ শেখ গুরুতর আহত হয়েছে। তিনি দৈনিক নবচেতনা পত্রিকার মাগুরার শ্রীপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন।
২৯ জুন বুধবার বেলা পাঁচটার দিকে উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের চরমহেশপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিককে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কিছুদিন আগে হামলাকারীরা চরমহেশপুর গ্রামের নাসির মৃধার একটি চিনা হাঁস চুরি করে খাই। সে বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করে সাংবাদিক মুজাহিদ। এক পর্যায়ে হাঁস চুরির বিষয়টি স্বীকারও করে হামলাকারীরা। বুধবার বিকেলে সাংবাদিক মুজাহিদ শেখ পেশাগত কাজে চরমহেশপুর মধ্যপাড়া জাকিরের চায়ের দোকানে বসে ছিলো। এ সময় আশরাফ শেখ, বিপ্লব শেখ, আসাদ মোল্যাসহ পাঁচ থেকে সাত জন তাঁর উপর অতর্কিত হামলা করে। ‘তুই বেশি বেড়ে গেছিস, হাঁস চুরি করে খেয়েছি তাতে তোর কি? বলে গালমন্দ করে। কিছু বুঝে ওঠার আগেই হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ সময় সাংবাদিকের চিৎকার-চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নিশাত মনিষা বলেন, আহত সাংবাদিক মুজাহিদ শেখের অবস্থা এখন আশঙ্কামুক্ত। মাথার আঘাতটা বেশ মারাত্বক , বেশখানিকটা কেটে গেছে।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে খুব দ্রুত হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
সংবাদ পাওয়ার সাথে সাথে দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর আহত সাংবাদিককে হাসপাতালে দেখতে যান এ সময় তিনি বলেন, ‘সাংবাদিক মুজাহিদ শেখের ওপর অতর্কিত হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই। এ বিষয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তদন্ত সাপেক্ষে ঘটনার যথাযথ বিচার দাবি জানাচ্ছি।

এদিকে ঘটনার পরপরই শ্রীপুর উপজেলায় কর্মরত সাংবাদিকেরা মুজাহিদ শেখকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ ঘটনার বিচার, সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তাঁরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net