1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বৃক্ষের সাথে এ কেমন শক্রুতা শ্রীপরের দিনের আলোতে বাগানের বৃক্ষ কেটেছে দুর্বৃতরা! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক হাসিনার পথেই গেলেন অলি, নেপালকে পথ দেখাল বাংলাদেশ চৌদ্দগ্রামে হালচাষের সময় ট্রাক্টর উল্টে হেলপার নিহত ডাকসুতে নির্বাচনী দায়িত্ব পালনকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাংবাদিক.. নতুন দিনের নেতৃত্বের পথে সাদিক-ফরহাদ-মহিউদ্দিন: মির্জা গালিব নাঙ্গলকোটে দ্বীন শিক্ষা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পোকখালী উচ্চ বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী ( সঃ) পালিত সৈয়দপুরের কামারপুকুর ইউপি চেয়ারম্যানের দূর্নীতির তদন্ত ও বিচার চেয়ে ডিসির কাছে মেম্বারদের আবেদন  ডাকসু নির্বাচন : ত্রিমুখী লড়াইয়ের আভাস কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান

বৃক্ষের সাথে এ কেমন শক্রুতা শ্রীপরের দিনের আলোতে বাগানের বৃক্ষ কেটেছে দুর্বৃতরা!

শ্রীপুর( গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১৯৪ বার

গাজীপুরের শ্রীপুর উপজেলার মোঃ সেলিম নামে এক কৃষি উদ্যোক্তার ৪০শতাংশ জমিতে লাগানো বাগানের আকাশমনি গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার(২৬ আগস্ট) দুপুর বেলায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে,টেংরা গ্রামের মৃত কাছুম আলী ছেলে মোঃ সেলিম চাকুরীর পাশাপাশি নানা রকম ফলজ বৃক্ষরোপণের মাধ্যমে কৃষিকে নেশা হিসেবে বেছে নেন। বছর চার আগে তিনি তার ক্রয়কৃত জমিতে আকাশমনি গাছসহ বিভিন্ন ফলজ গাছ লাগিয়েছিলেন। কিন্তু শুক্রবার দিলের বেলায় তার বাগানের রোপিত আকাশমনি গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্ত কৃষি উদ্যোক্তা মোঃ সেলিম বলেন,চাকরির পাশাপাশি আমি কৃষিকাজও করছি। আমার স্বপ্ন একজন সফল কৃষি উদ্যোক্তা হয়ে সমাজে কৃষকের উন্নয়ন ঘটানো। ফলজ গাছের পাশাপাশি আমার স্ত্রীর পৈতৃক সূত্রে পাওয়া এবং ক্রয়কৃত ৪০শতক জমিতে বিভিন্ন ফলজ গাছের পাশাপাশি আকাশমনি গাছও লাগিয়ে ছিলাম। জমির চারপাশে এই গাছ লাগালেও ভেতরের বাড়ী করে ভাড়া দিয়েছিলাম।
সেলিম বলেন, শ্বশুর বাড়ির এলাকা হওয়ায় গাছ লাগানোর পরে আমি কমই এখানে এসেছি। গাছগুলো দেখাশোনা করতেন ভাড়াটিয়া। কিন্তু আজ আমার সব আকাশমনি গাছগুলি জমি সংলগ্ন চিহ্নিত দুর্বৃতরা কেটে দিয়েছে।এবিষয়ে শ্রীপুর মডেল থানায় আমি স্হানীয় নুরুর ছেলে হাদিকুল(৫০) ও সামছুলের ছেলে সোহাগের(৩০) নামে লিখিত অভিযোগ দায়ের করেছি।

তিনি বলেন, আমার সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। তবে হিংসাবশত শত্রুতা করেছে আমার বাগানের গাছের সঙ্গে। আমার সন্তানের মত তিলে তিলে গড়ে তোলা গাছ কেটে আমার লক্ষাধিক টাকার ক্ষতি করেছে। মানসিকভাবে আমি অনেক কষ্ট পেয়েছি। বছর খানেক আগেও আমার বাগানের বিভিন্ন ফলজ গাছ কে বা কারা কেটে দিয়েছিল। এইভাবে চললে কৃষি আগাতে পারবে না। এদের চিহ্নিত করে শাস্তি দিতেই হবে।

সেলিমের স্ত্রী মোছাঃ সাদেকা খাতুন জানান,কারও সঙ্গে আমাদের কোনো ধরনের ঝামেলা নেই।তিনি ছোট- খাটো চাকরি করে মাঝে মধ্যে দেখাশুনার জন্য এখানে আসে। সারা বছর চাকরি করে বেতন দিয়ে আমাদের দিন চলে। মনে হচ্ছে হিংসা করে আমার সন্তানের এমন ক্ষতি করেছে কেউ। গত বছর একইভাবে আমাদের বাগানের ফলজ গাছ কেটে দিয়েছিল।

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা এ এস এম মুয়ীদুল হাসান বলেন, কৃষি উদ্যোক্তারা আমাদের দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তরুণ কৃষি উদ্যোক্তারা কৃষিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সরকার সব সময় তাদের সহযোগিতা করে যাচ্ছে। কিন্তু সেলিমের মতো যদি এরকম কেউ ক্ষতিগ্রস্ত হন, তবে তা হতাশার কথা। এটা কখনোই আমাদের কাম্য নয়। ।
শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net