কৃষিবান্ধব, শিল্পবান্ধব আনোয়ারা গড়ার আশ্বাস, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র চট্টগ্রাম মহানগর সমন্বয়কারী সদস্য, মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী ও চট্টগ্রাম-১৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ রিদুয়ান হৃদয়ের সাথে আনোয়ারা ও কর্ণফুলীতে কর্মরত বিভিন্ন পত্রিকার প্রতিনিধি ও সংবাদদাতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ০৭টায় উপজেলার কালাবিবির দিঘিস্থ একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় এনসিপি নেতা রিদুয়ান হৃদয় বলেন, আমরা ৭১কেও ধারণ করি, ২৪কেও ধারণ করি তবে ৭১ ও ২৪কে বিক্রি করে যারা পকেট ভারি করেছে তাদের ঘৃণা করি। গত জুলাই অভ্যুত্থানে এসব চেতনা ব্যবসায়ীদের কবর রচনা করা হয়েছে। আগামীর বাংলাদেশ তরুণ-যুবক নতুন প্রজন্মের বাংলাদেশ। তরুণ প্রজন্ম দেশের ক্ষমতায় আসীন হলে এদেশে প্রকৃত উন্নয়ন সম্ভব হবে। এসময় দলীয় মনোনয়ন পেয়ে চট্টগ্রাম-১৩ আসন থেকে সাংসদ নির্বাচিত হলে তিনি আনোয়ারা-কর্ণফুলীকে শিল্পবান্ধব-কৃষিবান্ধব উপজেলা হিসেবে গঠন করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র চট্টগ্রাম দক্ষিণ জেলা যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, কর্ণফুলী সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ইমরান হোসেন তারা, জাতীয় যুব শক্তি সংগঠক সৈয়দ মামুনুর রশিদ। উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা সমন্বয় কমিটির সদস্য কাজী জাবেদ, আনোয়ারা উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী মাহমুদুল হাসান, কর্ণফুলী সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী আরেফিন সুমন প্রমুখ।