1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে বাঁধনের উদ্যোগে কর্মহীন দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে চিকিৎসা সহায়তা দিলেন শামসুল আলম মানবিক ফাউন্ডেশন আমার দেশ পত্রিকার নব-যাত্রায় প্রথম প্রতিষ্ঠা-বার্ষিকীতে সুশীল ফোরামের পক্ষ সম্পাদক মাহামুদুর রহমান কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শহীদ হাদীর স্মরণে দোয়া মাহফিল রামগড়ে ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদগাঁওয়ে শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন খুটাখালী সবুজপাহাড় নুরানী মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত চন্দনাইশে ১ বছরে ভোটার বেড়েছে ১৬,৬৬৫ জন ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতির মরহুম পিতার স্মরণে দোয়া মাহফিল ঈদগাঁওয়ে দুই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত: ২ লাখ টাকা জরিমানা জুবায়ের রহমান চৌধুরী প্রধানবিচারপতি হয়ে ওঠার স্মৃতি : অধ্যাপক এম এ বার্ণিক

বাগেরহাটে বাঁধনের উদ্যোগে কর্মহীন দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২০
  • ২৯০ বার

নইন আবু নাঈম, বাগেরহাট প্রতিনিধি ঃ
করোনা পরিস্থিতিতে সারাদেশে জনসাধারনের চলাচল সীমিত করা হয়েছে। একান্ত প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। যার ফলে কর্মহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন দীনমজুরসহ খেটে খাওয়া মানুষেরা। পরিবার পরিজন নিয়ে খেটে খাওয়া এসব মানুষ খুব কষ্টে জীবন কাটাচ্ছেন। এই অবস্থায় এনজিও সংস্থা বঁাধন এর উদ্যোগে বাগেরহাট সদর উপজেলায় অসহায় দরিদ্র দীনমজুর, ভিক্ষুক ও খেটে খাওয়া মানুষের মাঝে চাল, ডাল, আলু, তেল, লবন ও সাবানসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে শহরের দশানীস্থ বঁাধনের নিজস্ব কার্যালয় থেকে এসব খাদ্য সামগ্রী বিতারন করা হয়। এসময় বঁাধনের স্বেচ্ছাসেবকসহ অফিসের কর্মকর্তাবৃন্দ বাড়ী বাড়ী গিয়ে অসহায় দরিদ্রদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন। এসময় বঁাধনের নির্বাহী পরিচালক মঞ্জুরুল হাসান মিলন , বঁাধনের ইপিআর (সেইরি) প্রকল্পের সম্বনয়কারী সোহাগ হাওলাদার, বঁাধনের কর্মকর্তা জয়নাল সরদার, মামুন আহমেদ, তানজিম আহমেদ, লিজা আক্তার, হিরক পাইক, সোহান শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৯ মার্চ থেকে বঁাধন মানব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে পৌরসভার হাড়িখালী, মেগনিতলা, সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের কাড়াপাড়া বাজার, একই গ্রামের নিকেরিপাড়া জামে মসজিদ, ষাটগম্বুজ ইউনিয়নের পশ্চিম সায়ড়া, খানপুর ইউনিয়নের কালিবাড়ী বাজার ও ফকিরহাট উপজেলার পিলজং ইউনিয়ন এবং নলধা-মৌভোগ ইউনিয়নের বিভিন্ন এলাকায় হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশিং স্থাপনসহ জনসাধারনের মাঝে বিনা মূল্যে মাস্ক বিতারন করা হয়। এছাড়াও বঁাধনের ইয়ূথ গ্রুপের সদস্যরা বাগেরহাট সদর ও ফকিরহাট উপজেলার বিভিন্ন এলাকায় করোনা প্রতিরোধে জীবানুনাষক স্প্রে করাসহ নিত্য প্রয়োজনীয় ঔষুধ এবং মুদি দোকানে কেনাকাটায় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ছক তৈরী করেছে।
বঁাধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বলেন, সরকারি নির্দেশনা মেনে সকল শ্রেনী পেশার মানুষ নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন। এ অবস্থায় সব চেয়ে কষ্টে আছেন দীনমজুর ও খেটে খাওয়া মানুষেরা। তাদের কথা চিন্তা করে বঁাধনের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতারন করা হয়েছে। আগামীতে বঁাধনের পক্ষ থেকে অসহায় দরিদ্রদের মাঝে আরও খাদ্য সামগ্রী বিতারন করা হবে। এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে বঁাধনের পক্ষ থেকে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে এবং পাশাপাশি বঁাধনের একদল তরুন স্বেচ্ছাসেবক মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। জরুরী মুহুর্তে দেশের প্রয়োজনে বঁাধন মানব উন্নয়ন সংস্থা সব সময় সমাজের অসহায় দরিদ্রদের পাশে আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net