1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনে অটোরিকশা চালক, রাতে ভয়ঙ্কর ছিনতাইকারী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৮:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই ঘোষণাপত্র পাঠ প্রধান উপদেষ্টার আসুন এমন বাংলাদেশ গড়ে তুলি, যেখানে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না- ড. ইউনূস সতর্ক না থাকলে আরেকটি এক-এগারো ঘটা অসম্ভব নয়: মির্জা ফখরুল দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির ইসলামী ব্যাংকের এমডি হলেন মোঃ ওমর ফারুক খাঁন নির্বাচন পর্যন্ত চলবে বিশেষ অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি : সালাহউদ্দিন ১১ মাসে পুলিশের বিরুদ্ধে ৭৬১ মামলা, গ্রেপ্তার ৬১: টিআইবি জুলাইয়ের বিশ্বাসঘাতকদের প্রতিহত করতে হবে: ডা. তাহের জনকণ্ঠের সাংবাদিকদের চাকরিচ্যুতির নোটিশ প্রত্যাহার না করলে দায়দায়িত্ব কর্তৃপক্ষকে নিতে হবে

দিনে অটোরিকশা চালক, রাতে ভয়ঙ্কর ছিনতাইকারী

টিপু সুলতান রাজশাহী প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৩৮১ বার

রাজশাহী মহানগরীতে দিনে অটোরিকশা চালক হলেও রাতে ছিনতাই করতেন মো. সুরুজ শেখ নামের এক যুবক। ছিনতাইয়ের একটি অভিযোগের প্রেক্ষিতে রোববার দুপুর আড়াই টার দিকে সাগরপাড়া বটতলা মোড় থেকে তাকে গ্রেফতার করে নগর ডিবি পুলিশ।
এ সময় তার কাছে থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সবুজ রংয়ের অটোরিকশা, একটি বাটযুক্ত স্টিলের ধারালো চাকু, নগদ এক হাজার টাকা ও ছিনতাইকৃত একটি পেকো এক্স-৩ প্রো মডেলের এন্ড্রয়েড মোবাইল সেট উদ্ধার করা হয়।

গ্রেফতার সুরুজ শেখ নগরীর মতিহার থানাধীন ফুলতলা এলাকার মো. লালু শেখের ছেলে।

সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে রাজশাহী মহানগর ডিবি পুলিশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ভিটিদাউদপুর এলাকার মো. আরিফ মিয়া নামের এক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে ছিনতাইকারী আরিফকে গ্রেফতার করা হয়।

অভিযোগকারী জানান, গত ১১ আগস্ট শিরইল বাসস্ট্যান্ড থেকে সকাল সাড়ে ১০টার দিকে নেমে বাজারে যাওয়ার উদ্দেশ্যে আরিফের অটোরিকশায় ওঠেন। কিন্তু হঠাৎ রাণী বাজার এলাকায় পোরশা হার্ডওয়ারের অদূরে অটোরিকশা থামিয়ে আকস্মিকভাবে এলোপাতাড়ি চরথাপ্পড় মেরে পেটে ধারালো চাকু ঠেকিয়ে ৩ হাজার টাকা ও পেকো এক্স-৩ প্রো ব্রান্ডের একটি মোবাইল ছিনিয়ে সটকে পড়েন।

এ ঘটনার পর ভুক্তভোগী একটি বোয়ালিয়া থানা একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে ডিবি পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মাসুদ তথ্য প্রযুক্তির সহযোগিতায় তার সঙ্গীয় ফোর্সসহ অভিযুক্ত ছিনতাইকারীর অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করেন।

জিজ্ঞাসাবাদে ছিনতাইকারী সুরুজ স্বীকার করে যে, সে দিনে অটোরিকশা চালালেও রাতে অটোরিকশা চালকের বেশে রাজশাহীতে আগত নিরীহ লোকজনকে অটোরিকশায় উঠিয়ে নির্জন স্থানে নিয়ে ধারালো চাকু দেখিয়ে অর্থ, মোবাইল ফোন কিংবা দামী বস্তু ছিনতাই করে নিতো। তবে এবারে আরিফ মিয়ার করা অভিযোগে তিনি ডিবি পুলিশের হাতে ধরা পড়েন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আইনি প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে ডিবির উপ পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েল বলেন, ছিনতাইকারী সুরুজকে গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে আজ সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net